নাগরপুরে বিনামূল্যে গো-খাদ্য বিতরন করেন এমপি টিটু
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের নাগরপুরে ৫০ জন প্রান্তিক খামারীদের মাঝে বিনামুল্যে গো-খাদ্য বিতরন করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বুধবার সকালে উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রানীসম্পদ কার্যালয়ে এ গো-খাদ্য বিতরন করা হয়। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মো. সোহেল রানা, ভেটেরিনারি সার্জন ডা. জাফরুল হাসান রিপন, প্রানীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আশিক ছালেহিন , কৃষিবিদ ফারুক হুসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফরিদুর রহমান ফরিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন ও সাধারন সম্পাদক মো. সজিব মিয়া সহ উপজেলার প্রান্তিক খামারীরা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নাগরপুর,টাঙ্গাইল
তাং ২৯.১২.২১