নাগরপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত
মো তোফাজ্জল হোসেন তুহিন, নাগরপুরটাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (৮ আগষ্ট) উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষ্যে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন সহ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মতিয়ার রহমান মতি, সাধারন সম্পাদক মো. কুদরত আলী, যুব ও ক্রীড়া সম্পাদক বিএমএম জহিরুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার আহম্মেদ সহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..