বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

নাগরপুরে বঙ্গমাতার জন্মদিনে আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১৬৭ বার পঠিত

 

নাগরপুরে বঙ্গমাতার জন্মদিনে আর্থিক অনুদান ও সেলাই মেশিন  বিতরণ
মো তোফাজ্জল হোসেন তুহিন,টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
‘বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’ এই প্রতিপাদ্য নিয়ে যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের নাগরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। নাগরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং  মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ সহ নানাবিধ কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়।
রবিবার  (৮ আগষ্ট) সকালে উপজেলা সভাকক্ষে  উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মহীয়সী নারী বঙ্গমাতার গৌরবময় কর্মময় জীবনের উপর আলোচনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা বেগম শিপ্রা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম প্রমূখ।
পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে প্রশিক্ষন প্রাপ্ত ৭ জন দুঃস্থ ও অসহায় নারীকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন এবং ২ জনকে আর্থিক অনুদান দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..