মো তোফাজ্জল হোসেন তুহিন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে পুত্রবধূ ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত শ্বশুর জাহাঙ্গীর মিয়া ওরফে মোহনকে (৫০) পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার জাহাঙ্গীর মিয়া উপজেলার গয়হাটা গ্রামের মোকছেদ মিয়ার ছেলে। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ ও মামলার সংক্ষিপ্ত সূত্রে জানা যায়, গয়হাটা গ্রামের জাহাঙ্গীর মিয়া ওরফে মোহনের ছেলে কাতার প্রবাসী অন্তরের সাথে এক বছর আগে উপজেলার কোদালীয়া গ্রামের আ. খালেকের মেয়ের ….. (২০) বিয়ে হয়। বিয়ের পর থেকেই পুত্রবধূর ওপর কুদৃষ্টি পরে লম্পট শ্বশুরের। ছেলে বিদেশে থাকার সুযোগে বিভিন্ন সময় পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ১৬ জুলাই শুক্রবার বিকেলে নিজ বাড়ির দক্ষিন দুয়াড়ী চৌচালা টিনের ঘরে পুত্রবধূকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে শ্বশুরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পুত্রবধূ তার সম্ভ্রম রক্ষা করে। এর পর ধর্ষণে ব্যর্থ হয়ে পুত্রবধূকে বেদম প্রহার করে ওই শ্বশুর। স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় পুত্রবধূর মা সুফিয়া আক্তার বাদি হয়ে ২৭ জুলাই মঙ্গলবার নাগরপুর থানায় মামলা করে।
এ বিষয়ে জানতে চাইলে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশি অভিযান চালানো হয়। ওই রাতেই অভিযুক্ত শ্বশুর জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।