শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

নাগরপুরে জাতীয় শোক দিবস উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১২৭ বার পঠিত

নাগরপুরে জাতীয় শোক দিবস উদযাপন
মো. তোফাজ্জল হোসেন তুহিন,টাঙ্গাইল জেলা প্রনিতিধি:
শোকবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। বাঙালী জাতির শোকের দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। ৪৬ বছর আগে এই দিনে একদল ক্ষমতালোভী কুচক্রী মহল স্বাধীন বাংলাদেশের স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে।

টাঙ্গাইলের নাগরপুরে যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে  জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সুচনা করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ জাতীয় কর্মসূচীর সঙ্গে সঙ্গতি রেখে পুরস্কার, ঋণ ও এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়। উক্ত আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন সহ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, গোলাম ছরোয়ার ছানা ও বীর মুক্তিযোদ্ধ নীরেন্দ্র কুমার পৌদ্দার।

আলোচনা শেষে অনলাইনে স্কুল ভিত্তিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার, যুব উন্নয়ন কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে ঋণ বিতরণ ও পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে করোনা রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..