মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

নাগরপুরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে মসজিদে পুলিশের প্রচারণা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ১৩৪ বার পঠিত

 

মো তোফাজ্জল হোসেন তুহিন, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের  নাগরপুরে করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়াতে এবং সর্বস্তরের মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদ্ধুদ্ধ করতে এবার মসজিদ ভিত্তিক প্রচারণায় নেমেছে পুলিশ। শুক্রবার (১৬ জুলাই) নাগরপুর উপজেলার বিভিন্ন মসজিদে করোনা সচেতনতায় প্রচারণা চালায় নাগরপুর থানা পুলিশ। প্রচারণায় জুমআর নামাজের খুতবার সময় বিভিন্ন মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রেখেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো জাহাঙ্গীর আলম, এসআই ইমরান হোসেন ও জসীম উদ্দিন।
তারা মুসল্লিদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে পরিসংখ্যান উল্লেখ করে করোনার ভয়াবহতার চিত্র তুলে ধরে সংক্রমণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এজন্যে সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
নাগরপুর সদর বাজার জামে মসজিদে ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। করোনায় দেশে  মৃত্যুর হার দিন দিন বেড়েই চলছে।  এখনি আমরা সবাই সচেতন না হলে আমাদের সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। করোনাভাইরাস থেকে নিজেকে, পরিবারকে এবং অন্যকে বাঁচাত হলে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার কোন বিকল্প নেই। সবাই সচেতন হলে আমরা সুরক্ষিত ও নিরাপদ থাকতে পারব।
তিনি করোনার ভয়াবহ ছোবল থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মুসল্লিদের এ ব্যাপারে প্রচারণা চালানোর অনুরোধ জানান।
এছাড়া এলাকার বিট পুলিশের  বিট অফিসারগণ সংশ্লিষ্ট এলাকার মসজিদগুলোতে জুমআর নামাজের খুতবার সময় মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..