নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার বিজয় দিবস উদযাপন
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে সামাজিক স্বেচ্ছাসেবী ও সেবামুলক সংগঠন একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার শেখ হাসিনা সেতু সংলগ্ন ধলেশ^রী নদীর কুলে বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ও ল্যাব ওয়ান হাসপালের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিম হোসেন।
সাধারন সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিন এর সার্বিক ব্যবস্থাপনায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও নাচ গানে মেতে উঠেন সংস্থার সদস্য সহ উপস্থিত সকল দর্শক। সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংস্থার সহ-সভাপতি মো. নুরুল ইসলাম ও মো. শাহিন মিয়া সহ উপদেষ্টা পরিষদের সম্মানীত সদস্য সুবেদার (অব:) মো. চান খান, মো. আ. রহমান, অ্যাড. আশরাফুন নাহার স্বপনা, মো. মিজানুর রহমান শাহিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে ল্যাব ওয়ান হাসপালের সৌজন্যে নাচ, গান সহ বিভিন্ন খেলায় অংশ গ্রহণকারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নাগরপুর,টাঙ্গাইল
তারিখ: ১৮.১২.২০২১