নাগরপুর(টাঙ্গাইল) জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ সামছুল হক
বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. মাইনুদ্দিনের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান। অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. লিয়াকত আলী, ধুবড়িয়া আলিফ উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, ইমাম মুয়াজ্জিম কল্যাণ সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ।
মাও. মুকতি মো. হারুন অর রশিদের পরিচালনায় আলোচনা শেষে করোন ভাইরাস থেকে মুক্তি পেতে সকলের জন্য বিশেষ দোয়া করা হয়। মত বিনিময় সভা সঞ্চালনা করেন ইমাম মুয়াজ্জিম কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম খান।
মত বিনিময় সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। কোন ভাবেই আঠারোর নিচে মেয়েদের বিবাহ দেয়া যাবে না। সেই সাথে জঙ্গী, সন্ত্রাস ও মাদক কে প্রশ্রয় দিবেন না। আপনাদের এলাকায় মাদক ও বাল্যবিবাহের ঘটনা ঘটলে অবশ্যই প্রশাসন কে অবহিত করবেন।