না’গঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে তিনদিনব্যাপী ‘বৈশাখী লোকনাট্য উৎসব’ শুরু
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে তিনদিনব্যাপী ‘বৈশাখী লোকনাট্য উৎসব’ শুরু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর চাষাড়া শহীদ মিনার চত্বরে এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসাইন। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে লোকনাট্য ও সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন,। লোকনাট্য আমাদের ঐতিহ্য ও শেকড়ের সঙ্গে সংযুক্ত করে। এ ধরনের আয়োজন শিল্প-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শারমিন জাহান।
উৎসবের প্রথম দিনে বিভিন্ন লোকনাট্য ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। আগামী দুইদিনেও নানা ধরনের লোকনাট্য, গান ও নৃত্য পরিবেশিত হবে। স্থানীয় শিল্পী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে উৎসবটি নারায়ণগঞ্জের সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।