সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন

নলছিটিতে সড়ক ও জনপদ বিভাগের মেরামত কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ,

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৫৩ বার পঠিত

নলছিটিতে সড়ক ও জনপদ বিভাগের মেরামত কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ,
ময়মনসিংহ জেলা থেকে মোঃ মাসুদ আলম ভুইয়া,
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া মোল্লারহাট সড়কের শিমুলতলা ভায়া মাদারঘোনা পর্যন্ত চার কিলোমিটার রাস্তার মেরামত কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার(২৫জুন) সরোজমিনে তদন্ত গিয়ে দেখা গেছে,সিডিউল অনুযায়ী ১২মিলি সিলকোট দেয়ার কথা থাকলেও সেখানে মাত্র ৩-৬মিলি সিলকোট দিয়ে সড়কের মেরামত কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। কাজ চলমান সময় ঠিকাদারের মর্জি অনুযায়ী সড়কের মেরামত কাজ করা হচ্ছে। নেই কোন তদারকি।
সেখানে ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের কোন কর্মকর্তা উপস্থিত দেখা যায়নি। জানা গেছে,দপদপিয়া মোল্লারহাট- নলছিটি(জেড এ ভূট্টো রোড) জেড-৮০৫৬। (নলছিটি মোল্লারহাট সড়কের শিমুল তলা ভায়া হইয়া মাদারঘোনা পর্যন্ত) মোট ৪.০কিঃমিঃ অর্থ বছর ২০২৩-২৪ইং টাকার পরিমান ৪৯৯৯৯,০৪১.৭৮৩ টাকার আহবানকৃত টেন্ডারে মেসার্স এম খান প্রাঃ লিঃ ০৭ মে ২০২৪ইং তারিখে ঠিকাদার নিযুক্ত হয়। পরবর্তীতে এম খান প্রাঃ লিঃ এর স্বত্বাধীকারী মো. মাহফুজ খান এর নামের কাজটি জনৈক পিনু আক্তার নদী উল্লেখিত রাস্তার সিলকোট কাজটিতে ঝালকাঠি সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী পরিচালক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..