স্বপন রবি দাশ, নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জ থানা পুলিশ দেড় কেজি গাজাসহ আব্দুল হামিদ নামে এক গাজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার (১৪ জুন) বিকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। মোঃ আব্দুল হামিদ (৬২) পশ্চিম জাহিদপুর গ্রামের মৃত হাবিব উল্লার ছেলে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ সুত্রে জানাযায়, যে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে নিজ বাড়ি থেকে গাজা এর ব্যবসা করে আসছে। সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই স্বপন চন্দ্র সরকার ও এএসআই আবু সুফিয়ানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বাড়ি থেকে আব্দুল হামিদকে গ্রেফতার করে। এ সময় তার ঘর তল্লাশী করে প্রায় দেড় কেজি পরিমানের গাজাঁ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে এসআই স্বপন চন্দ্র সরকার জানান, দ্রুত গাজা ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..