মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন

নবীগঞ্জে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১৫৩ বার পঠিত

 

স্বপন রবি দাশ, নবীগঞ্জ থেকেঃ  
হবিগঞ্জের নবীগঞ্জ দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই ক্রমশ হারে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা কিন্তু স্বাস্থ্যবিধি মানার বালাই নেই সাধারণ মানুষের মধ্যে। এ অবস্থায় করোনা সংক্রমন রোধের লক্ষে দেশে লকডাউন জারি করেছে সরকার। এবার ও সারাদেশের ন্যায় নবীগঞ্জে লকডাউনের প্রথম দিনে উপজেলা নির্বাহী অফিসার ও  (এক্সেকিউটিভ) ম্যাজিস্ট্রেট মোঃ শেখ মহিউদ্দিন, অভিযান পরিচালিত করেন।
এ সময় মাস্ক পরিধান না করায় এবং সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ৬ ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা প্রদান করছেন ভ্রাম্যমাণ আদালত । বৃহস্পতিবার (১লা জুলাই) বিকেলে নবীগঞ্জ উপজেলা সদরে শেরপুর রোড, ওসমানী রোড, মধ্যবাজার ও বাংলা বাজার, কুর্শি বাজার,ও আউশকান্দি বাজারে এ অভিযান পরিচালনা করা হয় । ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা  নির্বাহী অফিসার ও (এক্সেকিউটিভ) ম্যাজিস্ট্রেট মোঃ শেখ মহিউদ্দিন । করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে জরুরী পণ্যর দোকান পাঠ খোলার নির্দেশ দেয়া হয় । কিন্তু লোকজন স্বাস্থ্যবিধি অমান্য করে বেশি সংখ্যক লোকজন এক সাথে কেনাকাটা করতে আসেন । দোকান গুলোতে ভীড় জমান । এদের অনেকেরই নেই মাস্ক । লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য বিধি অমান্যকারি ব্যক্তিকে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন অনুযায়ী মোট ৬ টি মামলা ও ৩ হাজার টাকা জরিমানা প্রধান করা হয়েছে । তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও (এক্সেকিউটিভ) ম্যাজিস্ট্রেট মোঃ শেখ মহিউদ্দিন জানান, এ অভিযান নিহিত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..