স্বপন রবি দাশ, নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জে অশ্লীল ভিডিও ও অবৈধ বিড়ি বিক্রি এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ২ ব্যাক্তিকে জেল ও জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন অভিযান পরিচালনা করে অবৈধ বিড়ি ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধের দায়ে ১ ব্যাক্তিকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ধারার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন। এবং অশ্লীল ভিডিও বিক্রি অপরাধের দায়ে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের রনি দাশের পুত্র সাগর মিয়া (২২)কে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯২ ধারার অপরাধে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানার একদল পুলিশ। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে , নকল রাজস্ব ট্যাগ লাগিয়ে দেশের লক্ষ লক্ষ টাকা ফাঁকি দিচ্ছে। অবৈধ বিড়ি বিক্রি এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এবং ইভটিজিং ও অশ্লীল কাজ বেড়ে যাওয়ার অন্যতম কারন হচ্ছে অশ্লীল ছবি , ভিডিও বিক্রি ও তার প্রসার। বিভিন্ন বাজারে কম্পিউটার সার্ভিসিং এর নামে এসব বিক্রি হচ্ছে! গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ ব্যাক্তিকে ১০ হাজার টাকা ও ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ও বলে জানান তিনি।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..