নবাবগঞ্জ থানা এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ও ডাকাতিকৃত মালামাল সহ আন্ত:জেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেফতার।
মোঃ শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি:
গত ০৪/০৩/২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, আন্তঃ জেলার একদল ডাকাত চক্রের সদস্য ডাকাতি করার জন্য দোহার-নবাবগঞ্জ থানা এলাকায় ডাকাতি করার জন্য ঘুরাফেরা করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোঃ আনিসুজ্জামান, পুলিশ সুপার, ঢাকা জেলা এর নির্দেশে আশরাফুল আলম, সহকারী পুলিশ সুপার, দোহার সার্কেল এর নেতৃত্বে মোঃ মমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ, নবাবগঞ্জ থানা, মো: আজগর হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও সঙ্গীয় অফিসার ফোর্সের একটি চৌকস টিম নবাবগঞ্জ থানাধীন চৌরঙ্গী মোড়ে ইং ০৪/০৩/২৫ তারিখ রাত অনুমান ১২.৩০ ঘটিকার সময় চেকপোস্ট করাকালে একটি হলুদ নীল রংয়ের ট্রাকে সিগন্যাল দিলে ট্রাকটি থেকে কতপয় লোক পালানোর চেষ্টা করে। সঙ্গীয় অফিসার ফোর্স ও স্থানীয় জনতার সহায়তায় উক্ত ট্রাক হইতে তাৎক্ষনিক ০৬ জন ব্যক্তিকে আটক করা হয়। তখন তাদের জিজ্ঞাসাবাদে তারা ১। মোশারফ হোসেন ওরফে মুসা (২৯), পিতা নাসির উদ্দিন, মাতা জহুরা বেগম, সাং-সোনাডাংগা ভাগুলী, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ ২। কামরুল কাজী (২৮), পিতা মৃত-আবুল কাজী, মাতা আনুরা বেগম, সাং-টেপাখোলা, থানা ও জেলা-ফরিদপুর, ৩। হাবিবুর রহমান (৩২), পিতা ছবর উদ্দিন, মাতা জাহানারা বেগম সাং-পূর্ব বাস্তা, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ ৪। মোঃ সাইফুল ইসলাম (৩৭) পিতা মোহাম্মদ ইসলাম, মাতা নুর জাহান, সাং-চরখালীয়া, থানা-সিংগাইর জেলা-মানিকগঞ্জ ৫। মোঃ মোমিন (৩২) পিতা ইদন মাতা রেনু সাং-বারাইল, থানা-নবীনগর জেলা-ব্রাহ্মনবাড়ীয়া ৬। রাজীব মিয়া (২৫), পিতা মৃত-নাসির মিয়া, সাং-চাঁনপুর, থানা-ব্রাহ্মনবাড়ীয়া সদর, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া, ৭। ইসমাইল হোসেন (২৮), পিতা মোঃ তমেজ, সাং-খাইলারচর, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ গ্রেফতার করা হয়। উক্ত ট্রাক তল্লাশি করে তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি হলুদ নীল রংয়ের ট্রাক, ০১টি ত্রিপল এবং ০১টি বাট সহ ৩৬ ইঞ্চি লম্বা নীল রংয়ের বডি যুক্ত ভল্ট কাটার, যার বার্ট বা হাতল ০৬ ইঞ্চি হলুদ রংয়ের, ০১টি মাঝারি সাইজের ভল্ট কাটার, যার বাট সহ লম্বা ২৪ ইঞ্চি, যার বডি হলুদ, লম্বা ৫ ইঞ্চি, ০১টি চাপাতি, যার একপাশে ধারালো, বাট সহ লম্বা ২১ ইঞ্চি, বাট ৫ ইঞ্চি প্লাষ্টিকের, ০১টি নীল রংয়ের প্লাষ্টিকের পাইপ, যার লম্বা ২২ ইঞ্চি, ০১টি লোহার পেরেক তুলার শাবল, যার লম্বা ২০ ইঞ্চি, মাথায় ফাঁকা বা কাটা ০২ ইঞ্চি, ০১টি কাঁচি, লম্বা ১৮ ইঞ্চি, গরু বাধাঁর রশি যা লম্বা অনুমান ২০ ফুট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাবাদ করলে তারা জানায় তারা ঢাকা জেলার দোহার-নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা, মানিকগঞ্জ জেলা, ফরিদপুর জেলা, মুন্সিগঞ্জ জেলা সহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে নবাবগঞ্জ থানাধীন ৮। সুজন ব্যাপারী (৩৫), পিতা-আবতাজ উদ্দিন ব্যাপারী, মাতা-রেনু বেগম, সাং-হাসনাবাদ, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা’কে গ্রেফতার সহ তাহার ফার্ম থেকে ডাকাতি করা ০৩ (তিন)টি ছাগল যার মূল্য অনুমান ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা উদ্ধার করা হয়। তাদের আরোও জিজ্ঞাসাবাদে ও তাদের দেয়া তথ্যমতে ৯। মোঃ রবিউল ঢালী (২৭), পিতা-তোতা ঢালী, সাং-চক চান্দুর (ঢালী বাড়ি), থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ, ১০। মোঃ তোতা ঢালী (৬২), পিতা-হাকিম ঢালী, সাং-চক চান্দুর (ঢালী বাড়ি), থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ’দ্বয়কে গ্রেফতার করে তাহার বসত বাড়ি হইতে ডাকাতি করা ০১ (এক)টি সাদা রংয়ের গরু যাহার মূল্য অনুমান ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
উক্ত আসামিদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানার মামলা নং ০৫, তাং ০৪/০৩/২০২৫ ইং, ধারা পেনাল কোড ৩৯৯/৪০২/৪১২ রুজু করা হয়েছে।
আসামী/অভিযুক্তের নাম ও ঠিকানাঃ-
১। মোশারফ হোসেন ওরফে মুসা (২৯), পিতা নাসির উদ্দিন, মাতা জহুরা বেগম, সাং-সোনাডাংগা ভাগুলী, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ
মোট ১৯ টি মামলার আসামি:৮ টি ডাকাতি, ৮ টি চুরি, মাদক ২ টি, নারী ও শিশু ১ টি
২। কামরুল কাজী (২৮), পিতা মৃত-আবুল কাজী, মাতা আনুরা বেগম, সাং-টেপাখোলা, থানা ও জেলা-ফরিদপুর,
৩। হাবিবুর রহমান (৩২), পিতা ছবর উদ্দিন, মাতা জাহানারা বেগম সাং-পূর্ব বাস্তা, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ
মোট ৬ টি মামলার আসামি: ডাকাতি ৩, খুন ১, চুরি ১, মাদক ১
৪। মোঃ সাইফুল ইসলাম (৩৭) পিতা মোহাম্মদ ইসলাম, মাতা নুর জাহান, সাং-চরখালীয়া, থানা-সিংগাইর জেলা-মানিকগঞ্জ
৫। মোঃ মোমিন (৩২) পিতা ইদন মাতা রেনু সাং-বারাইল, থানা-নবীনগর জেলা-ব্রাহ্মনবাড়ীয়া
৬। রাজীব মিয়া (২৫), পিতা মৃত-নাসির মিয়া, সাং-চাঁনপুর, থানা-ব্রাহ্মনবাড়ীয়া সদর, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া,
৭। ইসমাইল হোসেন (২৮), পিতা মোঃ তমেজ, সাং-খাইলারচর, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ,
৮। সুজন ব্যাপারী (৩৫), পিতা-আবতাজ উদ্দিন ব্যাপারী, মাতা-রেনু বেগম, সাং-হাসনাবাদ, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা,
৯। মোঃ রবিউল ঢালী (২৭), পিতা-তোতা ঢালী, সাং-চক চান্দুর (ঢালী বাড়ি), থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ,
১০। মোঃ তোতা ঢালী (৬২), পিতা-হাকিম ঢালী, সাং-চক চান্দুর (ঢালী বাড়ি), থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ।
উদ্ধারঃ-
০১. ০১টি হলুদ নীল রংয়ের ট্রাক,
০২. ০১টি ত্রিপল
০৩. ০১টি বাট সহ ৩৬ ইঞ্চি লম্বা নীল রংয়ের বডি যুক্ত ভল্ট কাটার, যার বার্ট বা হাতল ০৬ ইঞ্চি হলুদ রংয়ের
০৪. ০১টি মাঝারি সাইজের ভল্ট কাটার, যার বাট সহ লম্বা ২৪ ইঞ্চি, যার বডি হলুদ, লম্বা ৫ ইঞ্চি,
০৫. ০১টি চাপাতি, যার একপাশে ধারালো, বাট সহ লম্বা ২১ ইঞ্চি, বাট ৫ ইঞ্চি প্লাষ্টিকের,
০৬. ০১টি নীল রংয়ের প্লাষ্টিকের পাইপ, যার লম্বা ২২ ইঞ্চি
০৭. ০১টি লোহার পেরেক তুলার শাবল, যার লম্বা ২০ ইঞ্চি মাথায় ফাঁকা বা কাটা ০২ ইঞ্চি
০৮. ০১টি কাঁচি, লম্বা ১৮ ইঞ্চি
০৯. গরু বাধাঁর রশি যা লম্বা অনুমান ২০ ফুট
১০. ০৩ টি খাসি অনুমান মূল্য ৪০,০০০/-
১১. ০১ টি গরু অনুমান মূল্য ১,২০,০০০/-