মোঃ জুবায়ের হোসেন স্টাফ রিপোর্টার
মাদারীপুর সদর উপজেলার শ্রনদী বাজারের এক অংশে অবস্থিত বহুত পুরাতন মসজিদ, জামে মসজিদ মদিনা, ১৯৬৯ সালে অবস্থিত এই মসজিদ টি নদীতে ভেঙ্গেছে তিনবার কিন্তু এ পযর্ন্ত নেই কোনো সরকারি উদ্যোগ। নতুন করে ২০১৮ সালে বেক্তি উদ্যোগে পুনরায় নির্মাণ করাহয় কিন্তু বর্তমানে নতুন করে আবার ভাঙ্গনের কবলে পরেছে এই মসজিদ টি সাথেই রয়েছে বাজারে অনেক গুলো দোকান গত বছর বন্যায় ভেঙ্গে গেছে মসজিদের সামনে থাকা প্রায় ২০ থেকে ৩০ ফুট জমি।
এবারো নতুন করে শুরু হয়েছে নদী ভাঙ্গন এলাকার লোকজনের প্রচেস্টায় ও কোনো ধরনের কাজ হচ্ছেনা। খুব দ্রুত যদি সরকারি কোনো উদ্যোগ নেয়া নাহয় তাহলে অলপু কএক দিনের মধ্যেই হয় তোবা মসজিদের সাথে সাথে কতগুলো দোকান সহ চলে জাবে নদীগর্বে। তাই বাজার কমিটি ও এলাকার লোকজনের দাবি যত দ্রুত সম্ভব সরকার এর একটা ব্যাস্তা গ্রহণ করবেন। বিগত দিনে এই নদীর ভাঙ্গনের কবলে পরে নিস্ব হয়েছে অনেক ব্যাবসায়ী। এবং এর পাশেই রয়েছে একটি গার্লস ইস্কুর ইতিমধ্যে ইস্কুলের মাট ভরাটের কাজ শুরু হয়েছে সরকারি ভাবে। এলাকার লোক জনের দাবি ইস্কুলের সাথেই যেনো নদী শাসনের কাজটা ধরাহয় এতে বেচে যাবে মসজিদ টির সাথে সাথে অনেক গুলো ব্যাবসায়ি প্রতিষ্ঠান।
সরেজমিনে গিয়ে দেখা যায় মসজিদ থেকে আর মাত্র ৩ থেকে ৪ ফুট জাগা বাকি আছে এই মুহূর্তে খুব দ্রুত ব্যাবস্থা না নিলে ঘটে যেতে পারে বহুত বড়ো দুর্ঘটনা। এলাকার লোক জনের সরকারের প্রতি জোর দাবি খুব দ্রুত এর একটা ব্যাবস্থা গ্রহণ করবেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..