আহসান উল্লাহ মহেশখালী প্রতিনিধি
নদীপড়ে যাও মেহেদী হাসান লাশ ভাসমান অবস্থায় পাওয়া গেছে।
১৭/৬/২০২১ বিকাল পাঁচটা বাজে নুনিয়ারছড়া শিল্প এলাকার মোঃ হেলাল উদ্দিনের পুত্র মেহেদী হাসান(১৭) ও তার চার বন্ধু মিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মেহেদী হাসান। গতকাল বিকালে বাঁকখালী নদীতে টানা জাল নিয়ে মাছ ধরতে যান মেহেদী হাসান ও তার বন্ধুরা।মূল বাঁকখালীর নদীর সাথে সংযুক্ত একটি শাখা নদী আছে। মূলত ওটা পার হতে গিয়ে বৃষ্টির উজানে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে মেহেদী হাসানের মৃত্যু হয়।মেহেদি হাসান সাঁতার জানে না, ডুবে যাওয়ার সময় একটি চিৎকার দেয়।
এসময় তার বন্ধুরা পিছনে ফিরে তাকালে দেখতে পান, জলের ঘূর্ণিপাকে সে তলিয়ে যায়। তখন শুধু একটি হাত দেখা যাচ্ছিল। তার বন্ধুরা তাকে (লাশ) তাৎক্ষণিক উদ্ধারের জন্য সাঁতরে আসতে আসতে কিছুটা দূরত্বে থাকায় মেহেদী হাসান ততক্ষণে পানিতে ডুবে যায়।পরে মেহেদী হাসানের বন্ধুরা ঘটনাটি তার বাড়িতে এসে বললে গতকাল থেকে খোঁজাখুঁজি শুরু হয়।১৮/০৬/২০২১ বিকালে চারটার সময় অবশেষে মেহেদী হাসানের মৃত দেহটি মহেশখালী চ্যানেলে ভাসমান অবস্থায় পাওয়া যায়।