নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মেলান্দহ থানা ওসি মো: দেলোয়ার হোসেন
বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি: ২০২২ কে বিদায় জানিয়ে ২০২৩ কে স্বাগত জানানোর মধ্যে দিয়ে জামালপুরে মেলান্দহ থানা বাসি সহ দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মেলান্দহ থানা অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হোসেন তিনি বলেন, মহাকালের আবর্তে বিলীন হতে যাচ্ছে ২০২২ সাল। এ বছরের সকল দুঃখ-বেদনা ভুলে আজ মধ্যরাতে বিশ্বের সঙ্গে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন আশা নিয়ে ২০২৩ সালকে বরণ করবে বাংলাদেশও।
নববর্ষ মানেই সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাওয়া। স্বভাবতই নতুন বছর নিয়ে এবারও মানুষের প্রত্যাশা একটি করোনা মুক্ত বিশ্ব।
নতুন বছর হোক নতুন শপথে চলার অঙ্গীকার।আগামীর দিনগুলো আমাদের জন্য হোক শান্তির, আনন্দের ও নিরাপদ। মানুষে মানুষে ভালবাসার বন্ধন সুদৃঢ় হোক। স্বাভাবিক জীবনের ছন্দে দেশ, পৃথিবী হোক আলোকিত। দেশ ও দেশের মানুষের জীবন হোক স্বস্তির, দীপ্তিময় ও নির্মল আনন্দের ও মেলান্দহ থানায় কর্মরত পুলিশ বিভাগের সকল কর্মকর্তা – কর্মচারী এবং সর্বস্তরের শান্তি প্রিয় মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে শুভ ইংরেজি নববর্ষ।