বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

নড়াইল লোহাগাড়ায় মাদক ব্যবসায়ী তিনজন আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১৫৫ বার পঠিত

 

লোহাগড়ায় মাদক ব্যবসায়ী ৭০০ শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

মোঃ এনামুল হক নড়াইল জেলা প্রতিনিধি ।

নড়াইল জেলা লোহাগড়া উপজেলার চরভাটপাড়া কালভার্টের পার্শ্ববর্তী করফার চর এলাকার থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে ২৯ শে জুন ২০২১ ইং তারিখ রাত ১১ঃ৩০ মিনিট সময় আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে লোহাগড়া অফিসার ইনচার্জ ওসি শেখ আবু হেনা মিলন এর নির্দেশ অনুযায়ী SI মাসুদ এর পরিচালনায় সঙ্গীয় ফোর্স ASI মাহফুজ ASI বাচ্চু ও ক:ব: ইব্রাহীম অতি সাহসীকতার সাথে করফার চর থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে মাদক কেনাবেচা করা অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন-মোঃ সুজন খাঁন(২৫) পিং খানজাহান আলী সাং চরকরফা।
মোঃআরমান(২১) পিং জাহাঙ্গীর সাং চর করফা দুজন মাদকখোর মাদক ব্যবসায়ী আসামীদের থানা লোহাগড়া জেলা নড়াইল।
বহিরাগত মোঃ ফারুক আলী পিং জাফর আলী সাং জিম্মন খালী থানাঃ টেকনাফ জেলাঃ কক্সবাজার।

৩ জনের মধ্যে কেনাবেচার ভিতর দিয়ে ৭০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

মাদকখোর মাদক ব্যবসায়ী আসামীদেরকে লোহাগড়া থানার হেফাজতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..