শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

নড়াইল লক্ষীপাশা ইউনিয়নে তুচ্ছ ঘটনা নিয়ে বাড়ি ভাংচুর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮০ বার পঠিত
নড়াইল লক্ষীপাশা ইউনিয়নে তুচ্ছ ঘটনা নিয়ে বাড়ি ভাংচুর
মোঃ মামুন স্টাফ রিপোর্টার
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রামে ধানের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় দু’টি বাড়ি ভাংচুর করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ও এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্রামের মামুন মোল্লার সাথে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের লিটন মোল্লার সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত ৩১ জানুয়ারি ২০২২ তারিখ সোমবার রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে ওই গ্রামের খোকন চৌধুরীর লোকজনদের কে প্রতিপক্ষ মোস্তফা শেখের লোকজনেরা ধাওয়া দেয়।
এ সময় খোকন চৌধুরীর লোকজন লিটন মোল্লার ও কামাল মোল্লার বাড়ি ভাংচুর করে। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই পরিবারের লোকজন।
এঘটনায় মোস্তফার গ্রুপের লোকজন পলাতক আছে বলে জানা গেছে,
খবর পেয়ে রাতেই নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত ডিবি পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উলা গ্রামের দেলবার শেখের ছেলে আবুল কালাম শেখকে (৫১) আটক করা হয়েছে।
অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..