নড়াইল নড়াগাতি থানা পুলিশের প্রচেষ্টায় নিখোঁজ স্কুল ছাত্রী উদ্ধার।
মোঃ মামুন হাচান স্টাপ রিপোর্ট
৩১ জানুয়ারি সোমবার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সুকান্ত সাহা এর সার্বিক তত্ত্বাবধানে গত ইং ২৬ জানুয়ারি২০২২ তারিখে নিখোঁজ স্কুল ছাত্রীর বাবা জনৈক মোঃ হাসমত মল্লিক এর সাধারণ ডায়েরির প্রেক্ষিতে এস আই (নিঃ) মকবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ স্কুলছাত্রী মোসাঃ রূপজান সাইমা (১৫), পিতা – মোঃ হাসমত মল্লিক, গ্রাম- যোগানিয়া, থানা- নড়াগাতি, জেলা- নড়াইল কে ঢাকা মোহাম্মদপুর তার বান্ধবীর বাসা থেকে উদ্ধার করেন।
পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), নড়াইল এর নির্দেশক্রমে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সুকান্ত সাহা উদ্ধারকৃত দশম শ্রেণির ঐ ছাত্রীকে তার পিতা-মাতার নিকট হস্তান্তর করেন। মেয়েকে পেয়ে তার পিতা-মাতা অত্যন্ত আনন্দিত হয় এবং পুলিশ সুপার মহোদয় সহ নড়াগাতি থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
Hi, I do believe this is an excellent site. I stumbledupon it 😉 I may return yet again since I bookmarked it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to guide others.