নড়াইল জেলার তিন উপজেলায় লকডাইনে ৪৩ হাজার টাকা জরিমানা আদায়।
মোঃ এনামুল হক নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছেন। প্রতিটি অফিসার নিজ নিজ দ্বায়িত্বে সরকারি ঘোষনা ৭ দিনের লকডাউন যথাযথ পালন করছেন।
নড়াইল জেলার তিনটি উপজেলায় অভিযান পরিচালনা করে ১১ টি ভ্রাম্যমান আদালত।এসময় ৪৫ টি মামলায় ৪৩ হাজার ৮ শত টাকা জরিমানা করেছে।
লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ‘র নেতৃত্বে রবিবার জেলায় ১১ টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪৫ টি মামলায় ৪৩ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়। উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আনসার, পুলিশ,বিজিবি ও সেনাবাহিনী।
সংক্রমক রোগ প্রতিরোধ আইন ২০১৮ দণ্ডবিধি ১৮৬০ পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী তাদের এই জরিমানা করা হয় সূত্রে জানা যায়।