নড়াইলে নড়াগাতি থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ মামুন স্টাফ রিপোর্টার
নড়াইল কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাদক বিরোধী অভিযানে গাঁজা সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
২৪ ডিসেম্বর (শুক্রবার) গোপন তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপি এম বার এর নির্দেশে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোছাঃ রোকসানা খাতুনের তত্ত্বাবধানে এসআই নাজমুল হাচান, এসআই খান মাহাবুবুর রহমান, নড়াগাতী থানাধীন কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দি পাড়ার আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে মাদক সম্রাট মোঃ মাহাবুবুর রহমান বাবলু বিশ্বাস এর নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ।
তাদের শিকার উক্তিতে বসত বাড়ির নিজ জিম্মায় বিশেষ পদ্ধতিতে লুকানো অবস্থায় ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতা সম্পূর্ন একটি গাঁজা গাছ, উদ্ধার করে । যার আনুমানিক ওজন (১ কেজি পাঁচশত) গ্রাম।
আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু চলমান।