নড়াইলে ডিবির অভিযানে মাদক মামলার আসামী গাঁজাসহ আটক ১ জন।
মোঃ এনামুল হক নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইল জেলার সদর থানাধীন মধুরগাতী এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলায় আসামীকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের একটি চৌকস টিম। শুক্রবার রাত ৮ টার দিকে মোঃ ইউসুফ মোল্যা (৪০) নামের ব্যাক্তিকে গাঁজাসহ গ্রেপ্তার করে। আটককৃত সদর থানাধীন মধুরখালী গ্রামের মৃত শরীয়ত উল্লাহর পুত্র সন্তান মোঃ ইউসুফ মোল্যা।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এএসআই মাহফুজুর রহমান এর নেতৃত্বে ফোর্স নিয়ে সদর থানাধীন মধুরগাতী গ্রামে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী মোঃ ইউসুফ মোল্যা কে নিষিদ্ধ ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।
নড়াইল জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এ এস আই মাহফুজুর রহমান মোঃ ইউসুফ মোল্যা নামের ব্যাক্তির নিকট হতে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। এবং নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে ও নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।