নড়াইল জেলায় চলছে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন।
মোঃ এনামুল হক নড়াইল জেলা প্রতিনিধি ।
নড়াইল জেলায় ৭ দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিন। করোনারভাইরাস সংক্রমণ রোধে বাংলাদেশ সরকার দেশব্যাপী এক সপ্তাহ লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি,পুলিশ,ডিবি,ব্যাটেলিয়ন সমন্বয়ে যৌথ ভাবে টহলের মাধ্যমে ও চেকপোস্ট বসিয়েছেন।
নড়াইল সদর উপজেলা,লোহাগড়া উপজেলা,কালিয়া উপজেলা,নড়াগাতী থানা প্রত্যেকটি জায়গাতে নজরদারী রাখছেন। এবং রোডে বিরিয়ে আসা মানুষকে জিজ্ঞাসাবাদ করে তাদের ঘরে থাকার নির্দেশনা দেন।
প্রত্যেকটি চেকপোস্টে মানুষের সমাগম না হয় সে ব্যপারে প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থেকে লকডাউন পরিচালনা করছেন।
পূর্বের থেকে বর্তমান মানুষের সমাগম অনেকটাই কমিয়ে আসছে।এইভাবে জনসাধারণ সামাজিক দুরাত্ব বজায় রেখে এবং ঘরে থাকলে করোনারভাইরাস আক্রান্ত থেকে রক্ষা পেতে পারে বলে মন্তব্য করেন প্রতিটি মহল্লার সচেতন নাগরিক। প্রত্যেকেই সুস্থ থাকুন,নিরাপদ থাকুন।