ধামরাই পাইছাইল গ্রামে, সনাতন বৈদিক প্রেরণা সংগঠন থেকে- মহা শান্তি যজ্ঞ ও বৈদিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে!
মাধুরী মন্ডল – ধামরাই প্রতিনিধি (ঢাকা) থেকে:
ঢাকার ধামরাই বাইশাকান্দা ইউনিয়নের পাইছাইল গ্রামে- বুধবার বিকেলে নিতাই সরকারের নিজ বাসভবনে এক বিশাল বৈদিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে!
সনাতন বৈদিক প্রেরণা সংগঠন থেকে মহাশান্তি যজ্ঞ বৈদিক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান বক্তা – আচার্য্য রনজিৎ বেদাশ্রয়ী, সভাপতি, সনাতন বৈদিক প্রেরণা।
দ্বিতীয় বক্তা – আচার্য্য মনীন্দ্র বেদাশ্রয়ী, সাংগঠনিক সম্পাদক, সনাতন বৈদিক প্রেরণা।
তৃতীয় বক্তা – আর্য রুবেল সত্যার্থী,কোষাধ্যক্ষ, সনাতন বৈদিক প্রেরণা।
বিশেষ বক্তা – আর্য অভি সাহা, সহ- প্রচার সম্পাদক, সনাতন বৈদিক প্রেরণা।
সাধারণ বক্তা – আর্য অমিত সরকার।
দপ্তর সম্পাদক, সনাতন বৈদিক প্রেরণা।
সাধারণ বক্তা – দেবী মাধুরী মন্ডল, কার্যকরী সদস্য, সনাতন বৈদিক প্রেরণা।
এই শান্তি মহা যজ্ঞে পৌরোহিত্য করিয়াছেন – দেবী অগ্নিহোত্রী রেখা। সাধারণ সম্পাদক, সনাতন বৈদিক প্রেরণা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন! পাশ্ববর্তী এলাকার সম্মানিত শ্রোতা, সনাতন বৈদিক প্রেরণা সংগঠনের পক্ষ্য থেকে স্বচ্ছতার সহিত বেদোক্ত শাস্ত্রালোচনা করা হয়।।
“মোক্ষমার্গ দূর্গম অবশ্য কিন্তু অসম্ভব নয়”
সনাতন বৈদিক প্রেরণা
ও৩ম্ শান্তি শান্তি শান্তিঃ।