বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

ধামরাই উপজেলা বিএনপির পক্ষ থেকে বাংলা ১৪৩২ শুভ নববর্ষের শুভাযাত্রা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৭ বার পঠিত

ধামরাই উপজেলা বিএনপির পক্ষ থেকে বাংলা ১৪৩২ শুভ নববর্ষের শুভাযাত্রা

লিটন আহমেদ চন্দন,
ধামরাই (ঢাকা ) প্রতিনিধি :

ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন এর নেতৃত্বে ১৪৩২ বাংলা নববর্ষের শোভাযাত্রা বের হয়েছে।

ধামরাই পৌরসভা বিজয়নগর তিন রাস্তার মোড়ে ধামরাই উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে ধামরাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ১৪৩২ বাংলা নববর্ষের শোভাযাত্রা বের হয়।

সকাল ১০ ঘটিকার সময় ধামরাই উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ধামরাই উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হলে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন এর নেতৃত্বে ধামরাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এবং সাধারণ মানুষের সাথে নিয়ে বাংলা নববর্ষের শুভযাত্রা শুরু করেন। শোভাযাত্রাটি ধামরাই বাজার প্রদক্ষিণ করে ধামরাই উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ধামরাই উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও ধামরাইয়ে গন মানুষের নেতা আলহাজ্ব তমিজ উদ্দিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বাংলা নববর্ষ উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীননেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর দেশ নায়ক জনাব তারেক রহমান এর পক্ষ থেকে ধামরাই উপজেলা সহ দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।

তিনি বলেন, পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে হবে আর নতুন বছরে নতুন বাংলাদেশ এবং আগামী দিনের মঙ্গল পথ চলায় সকলের জন্য শুভকামনা রইল। নতুন বছরে সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে দেশ ও দেশের মানুষকে ভালবেসে যার যার স্থান থেকে ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধ এক জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে। খারাপ কাজ ও খারাপ লোকের জায়গা বিএনপিতে নেই তাই বলছি অন্যায়কারী যে কেউ হোক না কেন আমাদের দল ও আমার কাছে কোন ঠাঁই হবে না।

তিনি আরো বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় গঠনে সোহর্দ্য ও সম্প্রীতির মিলন বন্ধনের মাধ্যমে হোক শুভ বাংলা নববর্ষ ১৪৩২ ঐকান্তিক কামনা। সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।

ভোটের মাঠে অপরাজেয় সাবেক উপজেলা চেয়ারম্যান, দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপি’র একজন রাজপথের লড়াকু সৈনিক। দীর্ঘদিন রাজনৈতিক জীবনে জেল – জুলুম নির্যাতনের শিকার হয়েও দূর সময়ে দলের হাল ও রাজপথ ছাড়েনি। বারবার কারাবাসের পর নিজেকে ও দলকে দ্বিগুণ শক্তিশালী এবং
নেতাকর্মীদের সু সংগঠিত করে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে নেতাকর্মীদের ভালোবাসা ও আস্থার জন্য ধামরাই উপজেলায় ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তি হিসেবে, পূর্বের ন্যায় বর্তমানেও ধামরাই উপজেলা বিএনপির কান্ডারী হিসেবে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টিতে আস্থাভাজন হয়ে উঠতে সক্ষম হয়েছেন।

ঢাকা (২০) ধামরাই উপজেলা বিএনপির ঘাঁটি হিসেবে আখ্যায়িত। এ আসনে বিএনপি থেকে ( ১৯৯১ – ২০০৬ ) সাল পর্যন্ত পর পর চারবার নির্বাচিত হয়েছিলেন ধামরায়ের কৃতি সন্তান মরহুম আতাউর রহমান খান এর সুযোগ্য পুত্র ব্যারিস্টার জিয়াউর রহমান খান।

আগামী সংসদ নির্বাচনে ভোটের দৌড়ে এগিয়ে থাকা আলহাজ্ব তমিজ উদ্দিন ঢাকা (২০) ধামরাই উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠন এবং সাধারণ মানুষের মুখে মুখে আলোচনার শীর্ষে রয়েছেন।

নববর্ষ উপলক্ষে শোভাযাত্রায় আলহাজ তমিজ উদ্দিনের সঙ্গে উপস্থিত ছিলেন ধামরা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি রাকিবুর রহমান ফরহাদ খান, আমরা উপজেলা বিএনপির বিল্পবী সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সহ-সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলিম মাস্টার, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, অলিউর রহমান উজ্জল, সাংগঠনিক সম্পাদক মারুফ শিকদার, ফিরোজ খান বাবু, বাইসা কান্দা বিএনপি সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক খালেক, সাবেক সাধারণ সম্পাদক আরফান আলী মাস্টার, যুবদল নেতা রেজাউল রহমান রবিন, উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম কালা, সাধারণ সম্পাদক সাউদ সহ পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড এর সভাপতি,সাধারণ সম্পাদক মন্ডলী এবং বিএনপির হাজার হাজার নেতা-কর্মীরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..