ধামরাইয়ে যাত্রীবাহী নৈশ্যকোচ খাদে, নিহত ০১
লিটন আহমেদ চন্দন
ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী নৈশ্যকোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ০১ আহত কমপক্ষে ১৮ জন।
আহতদের মধ্যে ০৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ০৩/০৪/২০২৫ ইং ভোর রাত ৪:৪০ মিনিটে ঢাকা আরিচা মহাসড়কের সুতিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
ধামরাই ফায়ার সার্ভিস ইনচার্জ সোহেল রানা জানান, কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এসবি ডিলাক্স নামক একটি যাত্রীবাহী নৈশ্যকোচ ( ঢাকা মেট্রো ব- ১৪-৫৫০০) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে। এসময় ঘটনাস্থলে গাড়ির নিচে চাপা পড়ে মোঃ আব্দুল মোহিত (৭০) সঙ্গে সঙ্গে মারা যায়, আরো ১৮ জন যাত্রী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ০৬ জনকে ধামরাই ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইসলামপুরে ও অন্যান্য আহত যাত্রীদের আশেপাশের ক্লিনিকে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। নিহতের বাড়ি কুষ্টিয়া জেলায়। নিহতের লাশ গোলড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গুরুতর আহত: ০৬ জন হলেন – ০১। আরিফুল ইসলাম (৩০) ০২। সেলিম রেজা (৩১) ০৩। মোস্তফা কামাল (২৮) ০৪। আইরিন আক্তার (২২) ০৫। সালমা বেগম (৫৫) । আহত সকলের বাড়ি কুষ্টিয়া জেলায় অবস্থিত।