ধামরাইয়ে ফিলিস্তিনিদের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
লিটন আহমেদ চন্দন,
প্রতিনিধি (ঢাকা) ধামরাই:
যুদ্ধ বিরতি লঙ্ঘন করে বিশ্ব সন্ত্রাসী লেবাসধারী মানবাধিকারের মুখোশ পড়া আমেরিকার লালিত ইহূদী সন্ত্রাসী ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা, গণহত্যা এবং ভারতে মুসলিমদের শ্লীলতাহানি ও হত্যার প্রতিবাদে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে পুরো বিশ্ব ও সারা বাংলাদেশের ন্যায় ধামরাই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ধামরাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র – ছাত্রী ও সর্বস্তরের মানুষ।
২০০ কোটি মুসলিম বিশ্বে মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনকে অন্যায় ভাবে গণহত্যা চালালেও মুসলিম বিশ্বের শক্তিধর মুসলিম সকল দেশের শাসকগণ যার যার ক্ষমতার চেয়ার ধরে রাখতে চোখে ও অন্তরে কালো কাপড় পড়ে আছে ।তারা সবকিছু দেখেও না দেখার মত করে ভান করে আছে।
পাকিস্তান ও তুরস্ক সহ আরো বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ থাকাসত্ত্বেও গাজা রক্ষার্থে একটি বোমা উড়ে আসেনি।
গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল তবুও ঘুরেই তাকাইনি এক পলকও সেই নীল নদের মিশর।
সৌদি আরব, আরব আমিরাত তেলের সাগর কিন্তু গাজার এম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে।
গোটা বিশ্বে মুসলমানদের ৬০ লক্ষের ও বেশি সৈন্য, আধুনিক ট্রাংক, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, সাবমেরিন, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী ও হাইড্রোজেন পারমাণবিক বোমা এতকিছু থাকতেও গাজার আকাশে একটারও ছায়া পড়েনি, গাজার দিকে কেউ হাঁটেনি, নিশ্চুপ লেবাসধারী মুসলিম শাসক।
সবকিছু থাকবে ইতিহাসের পাতায় লেখা করুণভাবে।
ঢাকা জেলার ধামরাই উপজেলার থানা বাসস্ট্যান্ডে ০৭/০৪/২০২৫ ইং রোজ সোমবার সকাল ১০ টার দিকে ধামরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সর্বস্তরের মানুষ জড়ো হয়ে আমেরিকার লালিত মানবতার শত্রু ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে হাজার হাজার ছাত্র জনতা বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
বিক্ষোভকারীরা জানায়, ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে মুসলমানদের উপর জুলুম, অত্যাচারের প্রতিবাদ শুরু করা উচিত, ইসরায়েলিদের নারকীয় হত্যা বন্ধ করতে বিশ্ব মুসলিমদের একতাবদ্ধ হওয়ার বিকল্প কিছু নেই।
বিক্ষোভকারীরা আরো জানায়, যুদ্ধ বিরতি লংঘন করে আমেরিকা সহ কিছু মানবতা বিরোধী জালিম শাসকদের মদদে নিরীহ গজাবাসীর উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত এবং ভারতে মুসলিমদের শ্লীলতাহানি, হামলা, গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বে ও বাংলাদেশের ন্যায় ধামরাইবাসিও রাজপথে বিক্ষোভে নেমে এসেছে। এরপরও যদি বিশ্বের কোন মুসলমানদের উপরে হামলা করা হয় তাহলে বিশ্বের মুসলিম ও চুপচাপ বসে থাকবে না। আমরা মুসলিম হয়ে সন্ত্রাসী ইসরাইলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি। ফিলিস্তিনিদের বিজয় হবে ইনশাআল্লাহ। মুসলিমদের বিজয় হবে ইনশাল্লাহ।
দশম শ্রেণীর এক জন ছাত্র হঠাৎ বলে উঠে, আজ হিটলারের সেই অমর বাণী বেশি বেশি করে মনে পড়ছে,
” আমি সামান্য কিছু ইহুদী রেখে যাচ্ছি ”
‘আমি চাইলে সব ইহুদীদের হত্যা করতে পারতাম কিন্তু কিছু ইহুদিদের বাঁচিয়ে রেখেছি, এজন্য যে যাতে পৃথিবীর মানুষ বুঝতে পারে আমি কেন ইহুদী হত্যায় মেতেছিলাম।
মিছিলটি ঢাকা- আরিচা মহাসড়কের লোকাল লেন ধরে ধামরাই পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।