রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে আহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২ বার পঠিত

ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে আহত

লিটন আহমেদ চন্দন,
ধামরাই ( ঢাকা ) প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ তারা মিয়া (৭২বছরের) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হাত পা ভেঙে দিলেন প্রতিবেশী এক যুবক।

এই ঘটনায় তারা মিয়ার মেয়ে হেনা বেগম বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (১০এপ্রিল) বিকাল বেলা ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের কালিদাসপট্রি গ্রামে এমন ঘটনাটি ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, বৃহস্পতি বার বিকালে তোফাজ্জলের ছোট ছেলে একটি সাইকেল চালিয়ে যাওয়ার সময় বৃদ্ধ তারা মিয়ার পায়ের উপর দিয়ে উঠিয়ে দেয়। এতে তারা মিয়া ও তোফাজ্জলের ছেলে পড়ে যায়। পরে ছেলেটা ধমক ও রাগ করেন। এই কথা ছেলেটি বাবা তোফাজ্জলের কাছে গিয়ে বলেন আমাকে মারধর করেছে। এই কথা শুনে লোহার রড নিয়ে দেৌড়িয়ে গিয়ে তারা মিয়ার বাড়ীতে গিয়ে তাকে পিটিয়ে দুই পা ও এক হাত ভেঙে আহত করেন। এই সময় তারা মিয়ার ডাক চিৎকার শুনে আশে পাশের লোকজন ছুটে আসলে তোফাজ্জল হোসেন দৌড়িয়ে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে ধামরাই সরকারী  হাসপাতালে ভর্তি করেন।

তারা মিয়ার মেয়ে হেনা বেগম বলেন তোফাজ্জল আমার বাবাকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে। আমি আইনের কাছে এর সুষ্ঠ বিচার চাই।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাখাওয়াত হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৭২বছরের বৃব্দকে পিটিয়ে আহত করে হাস পাতালে ভর্তি করেছেন। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং  আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..