ধামরাইয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
লিটন আহমেদ চন্দন,
ধামরাই (ঢাকা ) প্রতিনিধি:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলেকে মারে ছেলের চিৎকার শুনে মা দৌড়ে গিয়ে ফেরাতে গেলে দুই ছেলের সামনে মা’কে পিটিয়ে হত্যা করেছে ।
এলাকাবাসী জানায়, ঢাকা জেলার ধামরাই উপজেলার সানড়া ইউনিয়নের ২য় মহিশাষী গ্রামে ২৮ ই মার্চ দুপুর ২টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেলিম সিকদার ও তার বাবা কামরুল সিকদার সহ আরো ৫/৬ জন দূর্বৃত্ত দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সিয়ামের বাড়িতে এসে সিয়ামকে মারধর করে। এসময় সিয়ামের চিৎকার শুনে তার মা শিরিন আক্তার (৫০) বাঁচাতে আসলে আসামি সেলিম সিকদার (২০) ও তার বাবা কামরুল সিকদার (৫২) তাকেও একই ভাবে হামলা করে। এসময় সেলিম সিকদারের হাতে থাকা লাঠি দিয়ে শিরিন আক্তারের মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে পড়লে আসামিরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চার দিন চিকিৎসাধীন অবস্থায় এপ্রিল মাসের ০১ তারিখ বিকেলে মৃত্যু বরণ করেন। উক্ত ঘটনায় ও নারীর স্বামী বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা করেছে। মামলার হওয়ার আট ঘণ্টার মধ্যে মামলার প্রধান আসামিসহ দুই জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।