ধনবাড়ী ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় চারজন আহত
আমিনুল ইসলাম
স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় পুরাতন থানা সংলগ্ন ছাওতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় লাইসেন্সবিহীন ফাইটার নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসার ভিতরে ঢুকে আহত হয়েছে চার জন । আজ সোমবার ১৭/২ /২০২৫ ইং বিকাল ৫ঃ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। স্থানীয় জনগণ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের কে ধনবাড়ী থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। ইয়াসিনের মা বয়স (৩৫ )গর্ভবতী তার একটি পা ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়,তার অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় জনগণের ভাষ্যমতে এই ধরনের লাইসেন্সবিহীন গাড়ি রাস্তায় জনগণের জন্য হুমকি স্বরূপ। এ দুর্ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় জনগণ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।