দোহারের চাঞ্চল্যকর দুইটি ডাকাতির ঘটনায় কুখ্যাত ডাকাত সরদার ওমর সহ ৫ জন গ্রেফতার ।
মোঃ শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি:
গত ইং ১৫/০৪/২০২৫ তারিখ রাত অনুমান ০৩.৩০ ঘটিকার সময় দোহার থানাধীন ৯নং সুতারপাড়া ইউনিয়ন পশ্চিম সুতারপাড়া সাকিনস্থ জনৈক শাহজাহান (৫৪) এর বসত বাড়ীতে অজ্ঞাতনামা ৫/৭ জন সশস্ত্র ডাকাত দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ২ তলা বিল্ডিংয়ের নীচ তলার উত্তর পশ্চিম কর্ণারের রুমে থাই এর লক ও গ্রীল এর তালা ভাঙ্গিয়া ভেতরে প্রবেশ করিয়া দ্বিতীয় তলার উত্তর পাশে বাদীর রুমে প্রবশে করিয়া বাদীকে ও তার স্ত্রী আকলিমা আক্তার (৪২) দের অস্ত্রের মুখে জিম্মি করিয়া হাত পা বেঁধে রুমের আলমারীর ভিতরে থাকা ৮টি র্স্বণের চেইন লকেট সহ, যাহার ওজন অনুমান ১০ ভরি ৭ জোড়া কানরে র্স্বণের দুল, যাহার ওজন অনুমান ৫ ভরি ৩ জোড়া র্স্বণের চুড়ি যাহার ওজন অনুমান ৪ ভরি ৪ টি র্স্বণের ব্যাসলাইট, যাহার ওজন অনুমান ৩ ভরি ৫টি র্স্বণের আংটি যাহার ওজন অনুমান ৩ ভরি র্সবমোট র্স্বণ ২৫ (পঁচশি) ভরি যাহার র্সবমোট মূল্য অনুমান ৩২,৫০,০০০/-(বত্রশি লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং নগদ ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নিয়া যায়। উক্ত ঘটনায় দোহার থানার মামলা নং-১৯, তারিখ-১৬ এপ্রিল, ২০২৫; ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।
ঘটনা-২
গত ইং ১৬/০৪/২০২৫ তারিখ রাত অনুমান ০৩.০৫ ঘটিকার সময় দোহার থানাধীন নারিশা ইউনিয়ন নারিশা পশ্চিম চর সাকিনস্থ জনৈক গাজী মাহফুজ কাকন (৪২)এর বসত বাড়ীতে অজ্ঞাতনামা ৭/৮ জন সশস্ত্র ডাকাত দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ২ তলা বিল্ডিংয়ের নীচ তলার উত্তর পশ্চমি কর্ণারের রুমের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করিয়া দ্বিতীয় তলার উত্তর পাশে বাদীর রুমে প্রবশে করিয়া বাদীকে ও তার স্ত্রী জেসমিন আক্তার (৪৬) দরে অস্ত্ররে মুখে জিম্মি করিয়া হাত পা বেঁধে রুমের আলমারীর ভিতরে ৪ টি স্বর্ণের রুলি, ২ টি স্বর্ণের চেইন লকেট সহ, ৩ জোড়া স্বর্ণের কানের দুল, ২ টি স্বর্ণের আংটি, ৪টি হীরাখচিত স্বর্ণের নাক ফুল যাহার ওজন অনুমান ০৫ (পাঁচ) ভরি, যাহার সর্বমোট মূল্য অনুমান ৭,৫০,০০০/-(সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং নগদ ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা নিয়া যায়। উক্ত ঘটনায় দোহার থানার মামলা নং-২০, তারিখ-১৭ এপ্রিল, ২০২৫; ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।
মামলা ২টি রুজু হওয়ার সাথে সাথে ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত পূর্বক মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য নির্দেশ দেন। পুলিশ সুপারের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম এর সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিমের নেতৃত্বে দোহার থানার একটি চৌকস দল এবং ঢাকা জেলা গোয়েন্দা(দক্ষিণ) শাথার একটি চৌকস দল সম্মিলিতভাবে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনার সাথে জড়িত ২ জন ডাকাত ও লু্ন্ঠিত স্বর্ণ বিক্রি ও ডাকাতির তথ্য সংগ্রহ কাজে সহায়তা করায় ২ জন আসামি ও লু্ন্ঠিত স্বর্ণ ক্রেতা ১ জনসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট ডাকাতির সময় ব্যবহৃত ১ টি দেশীয় অস্ত্র ও লুন্ঠিত স্বর্ণ উদ্ধার করা হয়। ধৃত আসামীগণ প্রাথমিকভাবে অত্র ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। প্রাথমিক তদন্তে আরও জানা যায়, ডাকাত ওমর আলী মাতুব্বর কিছুদিন পূর্বে জামিনে বের হয়ে দোহার থানা এলাকায় বাসাভাড়া নিয়ে ডাকাতির পরিকল্পনা করে এবং চাঞ্চল্যকর দুইটি ডাকাতি সংগঠিত করে। আসামিদের আরও জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অত্র ঘটনার সাথে জড়িত অপরাপর আসামীদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। ওমর আলী মাতুব্বর(৩৫), পিতা- খোরশেদ মাতুব্বর, মাতা-কমেলা বেগম, সাং-ছাগলদী(দক্ষিণ পাড়া,খালপাড়), থানা-নগরকান্দা,জেলা- ফরিদপুর।
২। মোঃ আকরাম মাতুব্বর(৪২),পিতা-মৃত সরোয়ার মাতুব্বর,মাতা-রহিমা বেগম,সাং-নাজিরপুর,থানা-ভাংগা,জেলা-ফরিদপুর।
৩। কমেলা বেগম(৬৫), স্বামী-খোরশেদ মাতুব্বর,
৪। রাবেয়া বেগম(৩০), স্বামী- ওমর আলী মাতুব্বর উভয় সাং-ছাগলদী(দক্ষিণ পাড়া,খালপাড়),
৫। গোপাল পাল(৪৫), পিতা-গোসাই দাস পাল,মাতা-কল্পনা রানী পাল,সাং-বিনোকদিয়া সর্ব থানা-নগরকান্দা,জেলা-ফরিদপুর।
উদ্ধারকৃত মালামালঃ
১. ১ টি চাপাতি
২. লুন্ঠিত স্বর্ণ ১০ আনা ১ রতি
ধৃত আসামী(ডাকাত) ওমর আলী মাতুব্বর(৩৫) এর পিসিপিআরঃ
১। দোহার থানার মামলা নং-৪/০৪, তারখি- ১০ জানুয়ারি ২০২১; তারখি- ২৮ ফব্রেুয়ারি ২০২৩; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০;
২। দোহার থানার মামলা নং-১৯/৫৮, তারখি- ২৪ মে ২০১৮; সময়- ১২.৩৫ ঘটিকা ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড-১৮৬০; ,
৩। দোহার থানার মামলা নং-১৩/৩৭, তারখি- ২৪ এপ্রলি, ২০১৮; ধারা- ৩৯২/৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড-১৮৬০;
৪। দোহার থানার মামলা নং-৩/৩, তারখি- ০৭ জানুয়ারি ২০২২; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০
৫। নবাবগঞ্জ থানার থানার মামলা নং-১০, তারিখ-১২ মে, ২০২৪; ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড।
৬। ঢাকা এর দোহার থানার মামলা নং-১৯, তারিখ-১৬ এপ্রিল, ২০২৫; ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ।
৭। ঢাকা এর দোহার থানার মামলা নং-২০, তারিখ-১৭ এপ্রিল, ২০২৫; ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ।
ধৃত আসামী রাবেয়া বেগমের পিসিপিআরঃ
১। নবাবগঞ্জ থানার থানার মামলা নং-১০, তারিখ-১২ মে, ২০২৪; ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড।
ধৃত আসামী কোমেলা বেগমের পিসিপিআরঃ
১। নবাবগঞ্জ থানার থানার মামলা নং-১০, তারিখ-১২ মে, ২০২৪; ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড।