বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন

দৈনিক ফুলকি সম্পাদক নাজমুল সাকিব ও তার অফিস সহকারী ইমদাদুল হকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১০৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধঃ

  1. সাভারের স্থানীয় সংবাদপত্র দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকীব ও তার অফিস সহকারী ইমদাদুল হকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
    উপজেলার বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুরের বাসিন্দা শাহীনুর ইসলাম ধ্রæব নামের এক গণমাধ্যম কর্মী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়ে মানহানিকর ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে আইন-শৃঙ্খলা অবনতি ঘটানোর উপক্রমসহ সহায়তা করার অপরাধে মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত ভার দেওয়া হয় সাভার মডেল থানার উপ-পরিদর্শক হাসান সিকাদারকে।
    সকালে মামলার বিষয়টি সকালে নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্য দীপক চন্দ্র সাহা জানান, নাজমুস সাকীব সম্পাদিত দৈনিক ফুলকি পত্রিকার শেষের পাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে লেখেন যে, ”অবশেষে পদত্যাগ করছেন এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী। এমন বানোয়াট, ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক সংবাদ অপপ্রচার করে গণমাধ্যম, দেশ, রাষ্ট্র ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি বা সুনাম ক্ষুন্ন করার জন্য একটি চক্র ষড়যন্ত্র করে যাচ্ছে। এই নাজমুস সাকীব ২০১৮ সালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশে^র ঘৃনিত ব্যক্তি বলে উল্লেখ করে সংবাদ প্রচার করায় তার বিরুদ্ধে মামলা দায়র হয়েছিল। মামলায় নাজমুস সাকীব ও তার অফিস সহকারীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের কথা উল্লেখ করা হয়। এ ছাড়াও তার কিছু ঘৃনিত কার্যকলাপের কারনে নাজমুস সাকিব এর বিরুদ্ধে সাভার প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি ও পালন করেছিল সাংবাদিকেরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..