দৈনিক ইনকিলাব পত্রিকার সিংগাইরের প্রতিনিধি রাকিবুল হাসান বিশ্বাসের মায়ের মৃত্যু
মোঃ আনোয়ার হোসেন সিংগাইর প্রতিনিধি
মানিকগঞ্জ জেলা সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার সংবাদদাতা মো. রকিবুল হাসান বিশ্বাসের মা হাসিনা বেগম (৭০) মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮ টার দিকে শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি।
নিহত হাসিনা বেগম মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নয়াডাঙ্গী গ্রামের মৃত খলিলুর রহমান বিশ্বাসের স্ত্রী। তিনি ৩ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল হাসিনা বেগম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অপারেশন করা হয়। অবশেষে অচেতন অবস্থায় আজ সকালে শেষ নিঃশাস ত্যাগ করেন।
হাসিনা বেগমের মৃত্যুতে সিংগাইরের সকল পর্যায়ের সাংবাদিকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।