দেওয়ানগঞ্জে দুপক্ষে সংঘর্ষে নিহত ২ আহত ১০
বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সদর ইউনিয়নের তিলকপুর গ্রামে ৭নং ওয়াডে ব্রহ্মপুত্র নদীর পূর্বপাড়ে কাউনেরচর গ্রামে রবিবার (১৪ আগষ্ট ) সকালে পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির জেরে দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে । নিহত ব্যক্তিরা হলেন হবিবর রহমান (৪৫) ও তাঁর ছোট ভাই সোলাইমান হোসেন (৪২) এবং দু-পক্ষের ১০ জন গুরুতর আহত হয়, আহত দের জামালপুর ও ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করে,পুলিশ সূত্রে জানা যায়, হবিবর রহমানের ছেলে মো: ফখরুলের বন্ধু একই গ্রামের ইউনুস মিয়ার ছেলে ইমরান। সম্প্রতি ফখররুলের এক আত্মীয়কে ইমরান মারধর করেন।এতে ফখরুলের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি
হয়। ফখরুল আবার কিছু টাকা ইমরানের কাছে পেতেন।
আজ সকালে ফখরুল তিলকপুর বাজারে ইমরানের কাছে ওই পাওনা টাকা চান। এতে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে হবিবুর রহমান ও তাঁর ছোট ভাই সোলাইমান হোসেন ঘটনাস্থলে যান। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ইমরানের লোকজন ধারালো ফালা দিয়ে ওই দুই
ভাইকে আঘাত করেন। এতে ঘটনাস্থলে তাঁদের দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে।
সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় সহোদর দুই ভাই সুলাইমান ও হাবিবুর। তাদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য নেওয়া হয়। পরে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি শ্যামল চন্দ্র ধর বলেন,ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে উপস্থিত হই এবং কয়েক জনকে আটক করা হয়েছে,এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।