দূর্গা পুজোর ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি- রপ্তানী শুরু
দেবব্রত মন্ডল, জেলা সংবাদদাতা যশোর :- হিন্দুদের বৃহত্তম উৎসব দূর্গা পুজা উপলক্ষে ৪ দিন ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে ফের আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। ছুটি শেষে ইতোমধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। এতে কর্মব্যস্ততা ফিরেছে বন্দরে। শনিবার সকাল থেকে দু’দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এর আগে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর শারদীয় দূর্গা পুজার ছুটিতে বন্দর বন্ধ ছিল। বেনাপোল বন্দরের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন জানান, শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে ৪ দিন আমদানী-রফতানী বন্ধ ছিল। শনিবার সকাল থেকে শুরু হয়েছে আমদানী-রফতানী বাণিজ্য। এতে করে সকল ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে, শ্রমজীবীরা তাদের নিজ নিজ কাজের স্থলে ফিরতে শুরু করেছে।।