বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন

দুর্গাপুরে মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুল শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১৬১ বার পঠিত

 

তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে মোবাইল ফোন কিনে না পিতার ওপরে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে এক স্কুল শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম হৃদয় আহম্মেদ আওয়াল (১৪)। সে দুর্গাপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র। ঘনাটি ঘটেছে দুর্গাপুর পৌর এলাকার গোড়খাই গ্রামে। সে ওই গ্রামের রফিকুল ইসলাম পুত্র।

এ ঘটনায় রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিহতের পারিবার সূত্রে জানাযায়, আওয়াল তার বাবা রফিকুল ইসলামের নিকট মোবাইল ফোন কিনে নেওয়ার বায়না ধরেন। সামনে কোরবানী ঈদের কারনে তারা বাবার অর্থ সংকটের কারনে ঈদের পর মোবাইল কিনে দেওয়ার কথা বলেন। এতে অভিমানে আওয়াল গত ২৭ জুন সবার অজান্তে ঘাস পোড়ানো (গ্রামাক্সিন) জাতীয় বিষপান করে আওয়াল। বিষপানের দুইদিন পরে তার শরীরে বিষক্রিয়া দেখা দেয়। এরপর তার পরিবারের সদস্যরা বুঝতে পারলে মূহুর্তের প্রথমে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

দীর্ঘ দিন ধরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল শনিবার দুপুরে আওয়াল মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..