বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন

দুর্গাপুরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১৪৪ বার পঠিত

 

তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় শ্বশুর বাড়ি বেড়াতে এসে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারাল রবিউল ইসলাম (২৬) নামের এক ব্যক্তি। বুধবার রাত ৮টার দিকে কিশোরপুর-কানপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে।

তিনি ওই গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে। ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করলেও পালিয়ে যান চালক। ওই ঘটনায় দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন নিহত রবিউল কিশোরপুর এলাকায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে রাত ৮টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় একটি ট্রাকের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাশমত আলী জানান, এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..