দুই উপজেলায় বিভিন্ন পূজামন্ডব পরিদর্শনে করলেন এমপি আদেল।
সরকার সালাহউদ্দীন সুমন,রংপুর বিভাগ।
নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য, জাতীয় পাটির ভাইস চেয়ারম্যান ও কোষাধ্যাক্ষ এবং নীলফামারী জেলা জাতীয়পার্টির সভাপতি আলহাজ¦ আহসান আদেলুর রহমান আদেল ২২ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত জাতীয় পার্টি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে সৈয়দপুর-কিশোরগঞ্জ নির্বাচনী এলাকায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন। সংসদ সদস্যের পিএস রায়হানুল আহসান রমি জানান সৈয়দপুর উপজেলায় ২২টি ও কিশোরগঞ্জ উপজেলায় ২৭ টি পূজা মন্ডব পরিদর্শন করেন এমপি মহোদয়। এসময় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল বলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। তাই সাম্প্রদায়িক-সম্প্রতি বজায় রেখে আপনাদের শারদীয় দূর্গা উৎসব উদ্যাপন করবেন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী সকল ধরনের সহযোগিতা পালনে ষতেষ্ঠ ভূমিকা পালন করবে। তিনি জানান প্রতিটি পূর্জা মন্ডবে নগদ অর্থ ও বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে। সময় সল্পতার কারণে কিছু সংখ্যক পূজা মন্ডবে যাওয়া সম্ভব হয়নি তবে সেখানে আর্থিক অনুদান পৌছে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন আপনারা উৎসব শেষে সুন্দর ভাবে পূজা বিসর্জন অনুষ্ঠানের আয়োজন করেন আপনাদের পাশে আছি আগামীতে থাকবো ইনশাল্লাহ।