দীর্ঘ ৭ বছর পর বাঁশখালী হাসপাতালের অপারেশন থিয়েটার চালু।
নজরুল ইসলাম সিকদার চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
—————————————-
.দীর্ঘ ৭ বছর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাঁশখালীতে ৩০ জুলাই দুপুর ১ টার সময় সফল ভাবে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারি সম্পন্ন হয়েছে। মা ও বাচ্চা উভয়েই সুস্থ আছে।জানান উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা শফিউর রহমান মজুমদার তিনি বলেন এ অপারেশন থিয়েটার চালু করার জন্য সার্বিক সহযোগিতা ও উৎসাহ প্রদান করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য চট্টগ্রাম- ১৬ , আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি মহোদয় ও সিভিল সার্জন, চট্টগ্রাম ডাঃ মোঃ ইলিয়াছ চৌধুরী মহোদয়।।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শফিউর রহমান মজুমদার সার্বিক তত্ত্বাবধানে অপারেশন টিমে উপস্থিত ছিলেন ডাঃ মুসরাত নাজ (জুনিয়র কনসালটেন্ট গাইনি), ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন (জুনিয়র কনসালটেন্ট এনেসথেসিয়া), ডাঃ সাবরিনা ইসলাম মেডিকেল অফিসার, ডাঃআরমান উল্লাহ চৌধুরী( আবাসিক মেডিকেল অফিসার)ওয়াড ইনচার্জ মায়া বডুযা,সুপারভাইজার, ওটি ইনচার্জ, ওয়ার্ড ইনচার্জ সহ সিনিয়র স্টাফ নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।।