দিনাজপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা
স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাস মোকাবেলায় দিনাজপুরের বিভিন্ন উপজেলার ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর অঞ্চল। এর অংশ হিসাবে বোচাগঞ্জ উপজেলায় তাদের ব্যবস্থাপনায় সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে মানবিক সহায়তা উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ৯০ জন সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে উপহার সমাগ্রী বিতরণ করা হয়। সুবিধা বঞ্চিত পরিবারের হাতে উপহার সমাগ্রী তুলে দেন ক্যাপ্টেন মো.মাহমুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জুলফিকার হোসেন।
বিতরণকৃত দ্রব্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, ডাল, তেল, লবণসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যদি। বাংলাদেশ সেনাবাহিনী করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও দেশের যে কোনো ত্রান্তিলগ্নে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..