দক্ষিণাঞ্চল পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা ইফতার মাহফিল ও কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠিত। মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
দক্ষিণাঞ্চল পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল ২৫/০৩/২০২৫ ইং ২৪ রমজান রোজ মঙ্গলবার লবনচরা স্বপ্নকুঠির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাংবাদিক শরীফ আহমদ মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুর রহমান লীও এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি নাজমুল সাকিব মুহতামিম ফোরকানিয়া মাদ্রাসা বটিয়াঘাটা খুলনা, মুফতি দ্বীন মোহাম্মদ মুহতামিম আলাইপুর ক্যাডেট মাদ্রাসা রুপসা খুলনা, মাওলানা লোকমান হোসাইন মুহতামিম খারাবাদ বাইনতলা মাদ্রাসা বটিয়াঘাটা খুলনা, মাওলানা মোঃ মিজানুর সহকারী মৌলভী দৌলতপুর আলিম মাদ্রাসা,মো: আনিসুর রহমান কবির সাধারণ সম্পাদক বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি, মোঃ আফসার মাস্টার সভাপতি ৩১ নং ওয়ার্ড বিএনপি, মোঃ আমিন সাধারণ সম্পাদক ৩১ নং ওয়ার্ড বিএনপি,মোঃ মাহমুদ আলম লোটাস সদস্য সচিব খুলনা জেলা তাতী দল, মোঃ তৌহিদুজ্জামান লবনচরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা থেকে আগত এতিম গরিব ও মেধাবী ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয় এবং উপস্থিত মাদ্রাসার মুহতামিমদের জায়নামাজ উপহার দেওয়া হয়। এবারের আলোচনা সভায় প্রতিপাদ্য বিষয় ছিল
সবাই মিলে করি পণ বন্ধ হবে প্লাস্টিক দূষণ, এ বিষয়ে বক্তারা বলেন আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিবেশ দূষণ রক্ষায় কাজ করে যাব এক্ষেত্রে যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানববন্ধন লিফলেট বিতরণ সহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে যা কিছু করা লাগে আমরা করব।
সবশেষে দোয়া মোনাজাত এবং গরিব, অসহায় ও এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।