মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

তুচ্ছো ঘটনাকে কেন্দ্র করে দারুন মল্লিক যুবসংঘের ৪ সদস্য গুরুতর আহত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১১৭ বার পঠিত

তুচ্ছো ঘটনাকে কেন্দ্র করে দারুন মল্লিক যুবসংঘের ৪ সদস্য গুরুতর আহত।

বরুণ কান্তি মন্ডল, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
গতকাল বিশ্বকাপ ফুটবল খেলার আমেজে মেতে উঠেছিল সবাই।খেলা শেষ হলো প্রায় রাত ১২ টায়,খেলা শেষে আর্জেন্টিনা সমর্থকেরা মিছিল বের করে এরই মধ্যে কোন কিছু বুঝে ওঠার আগেই একদল যুবক লাঠি শোটা নিয়ে অনিরবান নামে একটি ছেলেকে ধাওয়া করে, আত্মরক্ষার জন্য সে এক দৌড়ে পার্থোর চায়ের দোকানে ঢুকে পড়লে তারা দোকানে ভাংচুর চালায় ও এক পর্যায়ে পিছু হটে।কিন্তু অল্প কিছু সময় পরে তারা আবারও ছুটে এসে ঐ দোকানে ঢুকে পড়ে এবং পার্থর বাবাকে (প্রদীপ গোলদার) বলে তুই পুলিশকে ফোন করেছিস এই বলে আবারও সংঘর্ষ তৈরি হয়।এ ঘটনায় পাইকগাছার দারুন মল্লিক যুবসংঘের চার সদস্য পার্থ গোলদার, প্রদীপ গোলদার, কামনাশীষ গোলদার ও হিল্লোল গোলদারকে নির্মমভাবে পিটিয়ে আহত করে কিশোর গ্যাংয়ের সরদার মইনূল, উজ্জ্বলসহ তার সহযোগীরা। পার্থ গোলদার বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।উল্লেখ্য যুগ যুগ ধরে এ অন্চলের মানুষ এক সাথে বসবাস করে আসছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় অন্য কারোর হাত আছে কিনা তা জানতে প্রসাশনের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।এছাড়া অপরাধীদের আইনের। আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..