তারুণ্যের শক্তিই গড়বে
উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ
-মনোরঞ্জন শীল গোপাল এমপি
===============
নারায়ণ রায় নয়ন , দিনাজপুর।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, তরুণ প্রজন্মই প্রতিটি দেশ, জাতি ও রাষ্ট্রের মূল হাতিয়ার। যে দেশের তরুণ প্রজন্ম যত দক্ষ, সে দেশ তত উন্নত। বিশ্বের বিভিন্ন দেশের তরুণরা দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। তরুণদের হাত ধরে বিশ্বের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক বিকাশ ঘটেছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সুদক্ষ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান তার নেতৃত্বে তারুণ্যো গড়বে স্মার্ট বাংলাদেশ বিনির্মান।
বৃহস্পতিবার (২৭ জুলাই ২০২৩) বীরগঞ্জ শালবন কমিউনিটি সেন্টারে প্রচেষ্টা ব্লাড ব্যাংক পরিবার এর আয়োজনে প্রচেষ্টা ব্লাড ব্যাংক (পিবিবি) বাংলাদেশ রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন এর আর্ত মানবতার সেবায় ৬ষ্ঠ বছর পূর্তী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, রক্তদান স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। রক্তদান করার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মধ্যে অবস্থিত বোন ম্যারো নতুন কণিকা তৈরির জন্যে উদ্দীপ্ত হয়। দান করার দুই সপ্তাহের মধ্যেই নতুন রক্ত কণিকা জন্ম হয়ে এ ঘাটতি পূরণ করে। আর বছরে তিনবার রক্তদান রক্তদাতার লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে দেয়। মানব ধর্ম পালনের একটা অঙ্গ হলো রক্তদান। যার কোন বিকল্প নেই। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছেন রক্তের বিকল্প আবিষ্কার করতে। কিন্তু এখনো সম্ভব হয়নি। এই অবস্থায় মানুষের দান করা রক্তেই একজন মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচে।
প্রচেষ্টা ব্লাড ব্যাংক (পিবিবি) বাংলাদেশ উপদেষ্টা ইয়াকুব আলী এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন বীরগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, বীরগঞ্জ থানার ওসি আব্দুল রাজ্জাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টার ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দীপঙ্ক রাহা বাপ্পি, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
আলোচনা সভাটির পরিচালনা করেন প্রচেষ্টা ব্লাড ব্যাংক (পিবিবি) বাংলাদেশ প্রতিষ্ঠাতা সভাপতি আবু বক্কর সুমন।