বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

তজুমদ্দিনে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৯ বার পঠিত

তজুমদ্দিনে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার।

ইকবাল হাসান মায়া,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলা জেলার তজুমদ্দিনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে তজুমদ্দিন থানা পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে তজুমদ্দিন থানার এসআই (নি.) মো. শহীদুল আলমের নেতৃত্বে শম্ভুপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি শম্ভুপুর এলাকায় মাদক ক্রয়-বিক্রির মাধ্যমে মাদক ব্যবসা বিস্তারের অভিযোগ উঠে। এ বিষয়ে গোপন তথ্য পাওয়ার পর পুলিশের একটি টিম এলাকায় অবস্থান নেয়। ভোরে নুর নাহারের বসতঘরে তল্লাশি চালিয়ে ২ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
নুর নাহার (২৩), মো. রাহিম (২২),মো. রামিম (২১),

অভিযান পরিচালনাকারী এসআই (নি.) মো. শহীদুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের ভোলা আদালতে প্রেরণ করা হবে।

তিনি আরও বলেন, তজুমদ্দিন উপজেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, অভিযানে মাদক উদ্ধার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, পুলিশ নিয়মিতভাবে এমন অভিযান চালালে মাদক ব্যবসা অনেকাংশে কমে যাবে এবং যুব সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..