আল আলামিন অর্থ : পাবনার বেড়া উপজেলার আমিনপুরথানাধীন ঢালারচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। মাসুদ রানা ঢালারচর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও ৩নং ওর্য়াড থেকে পাঁচবার নির্বাচিত ইউপি সদস্য সামাদ্দ সরদারের ছোট ছেলে।২০১৯ সালের ১৭ এপ্রিল 1 এক বছর বছর মেয়াদী মেজবাহ, রুবেল স্বাক্ষরিত কমিটিতে সাধারণ সম্পাদক পদ পাওয়ার পর থেকে শুরু হয় রাজনৈতিক গ্রুপিং কন্দল। এর জেরধরে ২৬ জুন শনিবার মীরপুর বাজার হাট এলাকায় আনুমানিক রাত ৯:৩০ মিনিটে মাসুদ রানার উপর একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পিছন থেকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী ও আত্মীয়-স্বজন উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পরে। মাথা, চোখ ও বুকে গুরুতর আঘাত পাওয়াতে বতর্মানে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।
এবিষয় জানতে চাইলে মাসুদ রানার বড় ভাই জানান আমার ভাই শনিবার আনুমানিক রাত ৯:৩০ মিনিটের সময় হাট থেকে বাড়ি আসার পথে ৫ থেকে ৭ জন লোক হামলা চালায় হত্যার উদ্দেশ্য। সৃষ্টিকর্তার নেয়ামতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতে ভর্তি করি। থানার ওসি সাহেব কে বিষয় টা জানাই। চেয়ারম্যান সাবেক কেও জানাই। আমার ভাই অসুস্থ সুস্থ হলে তার সহায়তা আসামীদের সনাক্তর মধ্যে দিয়ে আইনের আওতাই আনা হবে। আমরা হামলা কারিদের কঠোর শাস্তির দাবি করছি। আমরা চাই না এধরনের ঘটনা আর কারো সাথে ঘটুক।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..