মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

ঢাকা ১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার ৫ জন কে কুপিয়ে জখম ৪ টি অফিস ভাংচুর নৌকার ৩ সমর্থক গ্রেফতার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৬৫ বার পঠিত

ঢাকা ১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার ৫ জন কে কুপিয়ে জখম ৪ টি অফিস ভাংচুর নৌকার ৩ সমর্থক গ্রেফতার।

ঢাকা-১৯আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) মোঃ সাইফুল ইসলামের নির্বাচনী অফিস ভাংচুর ও শ্রমিক নেতাসহ ৫ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থী ডাক্তার এনামুর রহমানের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
রবিবার ৩১ ডিসেম্বর রাতে আশুলিয়া ইয়ারপুর পুর ইউনিয়নের সোনামিয়া মার্কেট এলাকায় এবং খাঁন গার্মেন্টস ও ঘোষবাগ এলাকায় ট্রাক মার্কার অস্হায়ী নির্বাচনী অফিস ভাংচুর ও শ্রমিক নেতা সানাউল্ল্যাহ ভূঁইয়া সানিসহ ৪ জন কে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসী রাজন বাহিনী।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজন ভূঁইয়ার নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী ট্রাক মার্কার অফিস ভাংচুর ও জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ ভূঁইয়া সানি, আলমগীর হোসেন সাগর,নুর ইসলাম, সুজন ও এনামুল কে পিটিয়ে ও কুপিয়ে জখম করে এবং তাদের কে ট্রাক মার্কার ভোট চাইলে প্রাণ নাশের হুমকি দিয়ে নিজেদের নৌকার অফিস ভাংচুর করে তাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করার চেষ্টা করেন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করান।

এই ঘটনার খবর পেয়ে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের সমর্থকরা ও গার্মেন্টস শ্রমিক নেতারা রাজন ভূঁইয়াসহ হামলাকারীদের দ্রুত গ্ৰেফতারের দাবিতে আবদুল্লাহপর-বাইপাইল টঙ্গী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন, পরে ঘটনায় জড়িত সন্ত্রাসী রাজন ভূঁইয়ার ৩ সহযোগী রাসেল কমন্ডার,ইয়াবাহ জনি দেওয়ান ও জাহিদ নামে ৩ জনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার জলিল উদ্দিন ভূঁইয়া রাজনের নামে বিভিন্ন থানায় ১৭ টির উপরে মামলা রয়েছে কিছু দিন আগে তার ইয়াবা খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।এলাকা বাসী জানান রাজন ভূঁইয়ার ছত্রছায়ায় মাদকের ব্যবসা পরিচালনা করে ৬ নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ীরা। রাস্তা অবরোধ এবং হামলার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন, ঢাকা ১৯ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ট্রাক মার্কা নিয়ে যিনি নির্বাচনে অংশ গ্রহন করেছেন। আশুলিয়া থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি এসে সকলকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং রাস্তা থেকে সবাই কে সরিয়ে আনেন।

রাতেই সানাউল্ল্যাহ ভূঁইয়া সানির ছোট ভাই মনির ভূঁইয়া বাদী হয়ে আশুলিয়া থানায় রাজন ভূঁইয়া কে ১ নং করে ১২ জনের নাম উল্লেখ করে।হামলাকারীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, এ ঘটনায় ৩ জনকে গ্ৰেফতার করেছে পুলিশ। মূল আসামি রাজন ভূঁইয়া পলাতক রয়েছেন,বাকি আসামিদের গ্রেফতার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..