শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

ঢাকা জেলা পুলিশের “মাস্টার প্যারেড” অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০ বার পঠিত

ঢাকা জেলা পুলিশের “মাস্টার প্যারেড” অনুষ্ঠিত

মো: শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি:

অদ্য ১৯/০২/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০:১০ ঘটিকার সময় মিলব্যারাক পুলিশ লাইনস্ মাঠে ঢাকা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয় । ঢাকা জেলার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান (পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মাস্টার প্যারেডে সালামী গ্রহণ এবং প্যারেড পরিদর্শণ করেন । সালাম গ্রহণ শেষে পুলিশ সুপার ঢাকা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে আগত প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উত্তম পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার সহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন । এছাড়াও পুলিশ সুপার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালন সহ পুলিশি সেবা নিশ্চিত করার জন্য অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং মাস্টার প্যারেড সুন্দর ও সুশৃঙ্খল হওয়ায় সংশ্লিষ্ট সকলেকে ধন্যবাদ প্রদান করেন।

প্যারেড পরিচালনা করেন মো:আশরাফুল আলম, সরকারি পুলিশ সুপার, দোহার সার্কেল,ঢাকা ।

এছাড়াও মাস্টার প্যারেডে মো: খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মো: তারিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ), মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম উত্তর), মো: মোনাদির ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা ( ডিএসবি), শাহিনুর কোবির , অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল), মোঃ জাহাঙ্গীর আলম অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মোঃ রাশেদুল ইসলাম পিপিএম সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আশরাফুল আলম সরকারি পুলিশ সুপার (দোহার সার্কেল), এবং ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদ মর্যাদার অফিসার ফোর্স উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..