মোঃ শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি:
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুল মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্স সহ অদ্য ১৬/০৮/২৫ খ্রি. তারিখ ১৭.৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন আশুলিয়া কুন্ডলবাগ পুকুরপাড় এলাকা হইতে আসামী ১। মোঃ রফিকুল ইসলাম @ রফিক (৪২), পিতা-মৃত মান্নান সিকদার, মাতা-মৃত কুলসুম বেগম, সাং-বাখরখাঠী, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, এ/পি সাং-কুন্ডলবাগ পুকুরপাড়, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে গ্র্রেফতার করেন। ধৃত আসামীর হেফাজত হইতে (ক) ভারতীয় জাল ৫০০ রুপি মানের নোট ৭৯ (উনআশি) টি। মোট রুপি ৩৯,৫০০/-(উনচল্লিশ হাজার পাঁচশত) রুপি। তন্মধ্যে রুপি ক্রমিক নং 6BT778673 (২২x৫০০)=১১,০০০, 6BT778676 (১৯x৫০০)=৯,৫০০, 6BT778678 (১৯x৫০০)=৯,৫০০, 6BT778679 (১৯x৫০০)=৯,৫০০ সর্বমোট ১১,০০০+৯৫০০+৯৫০০+৯৫০০=৩৯৫০০/- রুপি। প্রতি রুপির গায়ে ইংরেজীতে RESERVE BANK OF INDIA FIVE HUNDRED RUPEES সহ হিন্দিতে বিভিন্ন লেখা আছে। (খ) বাংলাদেশী জাল ৫০০ টাকার মোট ২৩২ (দুইশত বত্রিশ) টি। মোট জাল টাকা ১,১৬,০০০/-(এক লক্ষ ষোল হাজার) টাকা। তন্মধ্যে টাকার ক্রমিক নং-জঙ ৪৭০০৯২০ (৭৯X৫০০=৩৯,৫০০/- জঙ ৪৭০০৯২৯(৪২X৫০০=২১,০০০/-) জঙ ৪৭০০৯২৪ (১৯X৫০০= ৯,৫০০/-) জঙ ৪৭০০৯২২ (৫৪X৫০০=২৭,০০০/-), জঙ ৪৭০০৯২৬(৩৮X৫০০= ১৯,০০০/-) সর্বমোট জাল টাকার (৩৯,৫০০+২১,০০০+৯,৫০০+২৭,০০০+১৯,০০০)=১,১৬,০০০/-(এক লক্ষ ষোল হাজার) জাল টাকা উদ্ধার করেন।
উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।