বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

ঢাকায় কঠোর লকডাউন সড়কে নিরাপত্তাবাহিনীর অবস্থান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২০১ বার পঠিত

 

মো:আলরাজী(মিরপুর প্রতিনিধি)

ঢাকা-মিরপুরের কঠোর লকডাউন চলছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করছেন। সকাল থেকে এ চিত্র দেখা যাচ্ছে রাস্তা ফাঁকা ,করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় আজ ১ জুলাই সকাল ৬টা থেকে এক সপ্তাহের জন্য কঠিন লকডাউন শুরু হয়েছে। এ সময়ের জন্য ২১টি কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে বের হলে ‘আইনানুগ ব্যবস্থা’ গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এরআগে তিন দিনের জন্য সীমিত পরিসরে লকডাউন জারি করেছিল সরকার। এরপর এক সপ্তাহের জন্য আরও কঠোর লকডাউন বাস্তবায়ন করার উদ্দেশ্যে গতকাল প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ থেকে শুরু হয়ে আগামী ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে।

এদিকে আইএসপআির এক বিজ্ঞপ্তিতে গতকাল জানিয়েছে, করোনাভাইরাসের বিস্তাররোধে আরোপিত বিধি নিষেধ বাস্তবায়নের জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।

জারিকৃত বিধি-নিষেধ কঠোরভাবে প্রতিপালনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

রাজধানীতে জরুরি প্রয়োজন ছাড়া বের হলে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা: শফিকুল ইসলাম। বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৬৯ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এই লকডাউনে যেসব বিধি-নিষেধ আরোপ করা হয়েছে সেগুলো হল

১. কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে। তবে ক্রয়-বিক্রয় করতে হবে উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..